বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে ২ প্রার্থীর ভোট বর্জন

বগুড়ায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জোরপূর্বক ভোট দেওয়ার অভিযোগ তুলে দুই প্রার্থী ভোটবর্জনের ঘোষণা দিয়ে নতুন নির্বাচন দাবি করেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 08:09 AM
Updated : 25 May 2017, 08:38 AM

স্বতন্ত্র প্রার্থী সোলাইমান আলী ও জেপি প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার বেলা ১২টায় ভোট বর্জনের এ ঘোষণা দেন।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা পরিষদে নির্বাচন হলেও উচ্চ আদালতে মামলার কারণে বগুড়ায় শুধু সদস্যপদে নির্বাচন হয়; স্থগিত থাকে চেয়ারম্যান পদের নির্বাচন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চেয়ারম্যান পদে ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ প্রার্থী মকবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী সোলাইমান আলী ও জেপি প্রার্থী আমিনুল ইসলাম পিন্টু।

সোলাইমান আলী অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করে জোরপূর্বক ভোট নেওয়া হয়।

“এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের কর্মীদের বের করে দেওয়া হয়। এ কারণে বেলা ১২টার পর ভোট বর্জন করেছি। পাশাপাশি নতুন করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি।”

একই অভিযোগ জেপি প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরীর।

তবে আওয়ামী লীগ প্রার্থী মকবুল হোসেন বলেন, “তাদের অভিযোগ সত্য নয়। সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। প্রচুর ভোটার আছে। কোথাও কোনো সমস্যা হয়নি।”

একই কথা বলে জেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান।

তিনি বলেন, “আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই।”

এ জেলার মোট ভোটার ১৬০২ জন বলে তিনি জানান। জেলা পরিষদ নির্বাচনের ভোটার হচ্ছেন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি।