যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নেত্রকোণার মোহনগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে হাত-পা বেঁধে মারধরসহ নানাভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 03:25 PM
Updated : 24 May 2017, 03:37 PM

ওই গৃহবধূ বুধবার বিকাল থেকে নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নেত্রকোনা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফকরুল হাসান টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তার গোপনাঙ্গ থেকে একটি কয়েন ও কানের দুল বের করা হয়েছে। তার স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে।”

হাসপাতালে দুইজন সেবিকা সার্বক্ষণিক গৃহবধূর দেখাশোনা করছেন বলে জানান তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ বলেন, “যৌতুকের জন্য আমার স্বামী জিয়াউর রহমান গতকাল রাত আনুমানিক ১২টার পর থেকে প্রায় চার ঘণ্টা লোহার রড় পিটিয়ে জখম করে। হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দেয়। গোপনাঙ্গে পয়সা ও কানের দুল খুলে খোঁচায় ও পরে ঢুকিয়ে দেয়।”

চিৎকারে ভাসুর নুরুল হক ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে উদ্ধার করেন, বলেন এ গৃহবধূ।

মোহনগঞ্জ থানার ওসি মেজবাউদ্দিন আহম্মেদ বলেন, বুধবার রাতে গৃহবধূর বাবার করা মামলায় জিয়াউর রহমানকে আটক করা হয়েছে।