উন্নয়নের কথা বলে আ.লীগ টাকা লুট করছে: ফখরুল

উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ প্রকল্পের টাকা লুট করে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 02:28 PM
Updated : 24 May 2017, 02:48 PM

বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “আজকে আওয়ামী লীগ কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন কাউন্সিল ও উৎসব করছে। আর এসব টাকা জনগণের।

“ব্যাংক, শেয়ার মার্কেট লুট করে খেয়ে নিয়েছে। এমনকি উন্নয়নের কথা বলে উন্নয়নমূলক প্রকল্পের টাকা  লুট করে নিচ্ছে। আর এসব দিয়ে তাঁরা অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে।”  

নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির সন্দেহ আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “প্রধান নির্বাচন কর্মকর্তা তিনি একজন দলীয় মানুষ। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বিরোধী দলের কোনো মতামত নেয়নি। এই কমিশন সম্পর্কে আমাদের সন্দেহ আছে।”

সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বলে অভিযোগ করেন তিনি।

প্রবৃদ্ধির হার নিয়ে মির্জা ফখরুল বলেন, “প্রবৃদ্ধির হার নিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশ উন্নতি করছে। আসলে এটা একটা সংখ্যার জালিয়াতি ছাড়া কিছু নয়। প্রবৃদ্ধি যে বাড়ছে সে প্রবৃদ্ধি বাড়ছে কার ?”

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ- সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও পৌর মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মির্জা ফয়সল আমীন।