মিষ্টির প্যাকেটে হাতবোমা, বিস্ফোরণে শিশু আহত

কুমিল্লার চান্দিনায় মিষ্টির প্যাকেট থাকা হাতবোমা বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 11:28 AM
Updated : 24 May 2017, 11:28 AM

বুধবার সকালে উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে বলে জানান চান্দিনা থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা।

আহত জিহাদ (৯) চান্দিনার বাবুল হোসেনের ছেলে। চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সে।

তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান বলেন, শিশুটির হাত ও পেটে মারাত্মক জখম হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিদ্যালয়ের পেছনে খুকি আচার্য্যর বাসার সামনের দেয়ালের উপর মিষ্টির বাক্স দেখতে পেয়ে জিহাদ তা হাতে নিয়ে খোলে।

“এসময় প্যাকেটের ভেতরে লাল ট্যাপে মোড়ানো চারটি বল আকৃতির বস্তু দেখে একটি হাতে নিলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।”

পুলিশ ঘটনাস্থল থেকে আরও তিনটি হাতবোমা উদ্ধার করেছে বলে জানান তিনি। 

এদিকে ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর এর ৫০ গজ দূরে পথসভা ছাত্রলীগ।

হাতবোমা বিস্ফোরণে শিশু আহত হওয়ার পর দুই সভায় বন্ধ করে দেয়া হয় বলে জানান ওসি।

সভার সঙ্গে বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।