ঝালকাঠিতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ঝালকাঠিতে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 10:57 AM
Updated : 24 May 2017, 10:57 AM

বুধবার দুপুরে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে শহীদ হাওলাদার, একই গ্রামের রাখাল কাপালির ছেলে পরেশ কাপালি, উত্তর তারাবুনিয়া গ্রামের মৃত. আবুল কাশেম মুন্সির ছেলে ছাইদুর রহমান ওরফে দুলাল ও নাজিমুর ওরফে মন্টু মুন্সি।

এদের মধ্যেমন্টু মুন্সি পলাতক রয়েছেন।

একইসঙ্গে দণ্ডিতদের ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১০ সালের ৮ অক্টোবর রাতে রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের আব্দুর রব হাওলাদারকেআসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ২২ অক্টোবর সকালে তার গলাকাটা মরদেহ বাড়ির কাছে একটি পুকুরে পাওয়া যায়।

এই ঘটনায় রব হাওলাদারের স্ত্রী ময়না বেগম বাদী হয়েরাজাপুর থানায় মামলাকরেন। আসামিদের সঙ্গে পূর্ব বিরোধের কারণে রবকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ২০১২ সালের ২৬ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।