অর্থ আত্মসাৎ: সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেপ্তার

পিরোজপুরে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 09:59 AM
Updated : 24 May 2017, 09:59 AM

বুধবার পিরোজপুর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান দুদক বরিশাল বিভাগের পরিচালক মো. আক্তার হোসেন।

এরা হলেন পিরোজপুর সোনালী ব্যাংক প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রিন্সিপাল অফিসার মো. রুহুল আমিন এবং প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান।

আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালের ৬ নভেম্বর পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের অফিস সহকারী অঞ্জন কুমার দাসের বিরুদ্ধে চেক জালিয়াতের মাধ্যেমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়।

“সেই মামলা তদন্তের পর দেখা যায় এর সঙ্গে সোনালী ব্যাংকের এ তিন কর্মকর্তা জড়িত। তারা ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত জেলা রেজিস্ট্রারদের নামে শতাধিক চেক জালিয়াতির মাধ্যেমে ৫৮ লাখ ৮৮ হাজার ৮৯৬ টাকা আত্মসাৎ করেছেন।”

আটকের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।