আশুগঞ্জে আগুনে পুড়ল ৩ দোকান

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আগুন লেগে তিন দোকানের সব মলপত্র পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 09:23 AM
Updated : 24 May 2017, 09:39 AM

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আউশাদ মিয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর বাজার জামে মসজিদের পাশের মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি ধারণা করছেন।

পুড়ে যাওয়া মুদি দোকানের মালিক মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোকান বন্ধ করে আমি যখন বাড়ির পথে তখন নৈশপ্রহরী আগুন দেখে চিৎকার করে।

“মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে তার মুদি দোকান, একটি ফার্নিচার ও একটি শুঁটকি মাছের আড়ত সম্পূর্ণ পুড়ে গেছে জানিয়ে তিনি দাবি করেন, মালপত্রসহ দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আউশাদ মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যান। আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে তিনটি দোকান পুড়ে যায়।

“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়ছার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।