গাজীপুরে ‘জেন্ডার জাস্টিস’ বিষয়ে মতবিনিময়

গাজীপুরে নারী নির্যাতন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন একটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 03:19 PM
Updated : 23 May 2017, 03:27 PM

মঙ্গলবার গাজীপুর প্রেসক্লাবে ব্র্যাকের ‘জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি’ (মেজনিন) কর্মসূচি এ মতবিনিময় সভার আয়োজন করে।  

গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি প্রনব কুমার, ব্র্যাকের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট ঝর্ণা রাণী দাস, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মোসা. সাঈদা সোগরা, সিনিয়ির সেক্টর স্পেশালিস্ট কাজী শাহানা, সাংবাদিক আবুল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।  

ঝর্ণা রাণী দাস বলেন, গত দুই বছরে গাজীপুরে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের সংখ্যা হলো চার শতাধিক, যার মধ্যে নারী ৩৬১ এবং শিশু ১২২ জন।”

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির নারী নির্যাতন সসম্পর্কে নেওয়া তথ্যানুয়ায়ী ২০১৫ সালের মার্চ থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত গাজীপুরে ওই চিত্র পাওয়া গেছে বলে ঝর্ণা জানান।