গাজীপুরে কারখানায় বহিরাগত শ্রমিকদের হামলা, ভাংচুর

গাজীপুরের কাশিমপুরে একটি কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করেছে বহিরাগত শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 12:32 PM
Updated : 23 May 2017, 12:33 PM

মঙ্গলবার কাশিমপুরের নয়াপাড়া এলাকায় ‘মাসকো গ্রুপের তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড’ কারখানায় ভাংচুরের খবর পেয়ে শিল্প পুলিশ ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, সকালে  নয়াপাড়া এলাকার গার্মেন্টকারখানাগুলোতে কাজ শুরু হলেও বেলা ১১টার দিকে মণ্ডল, কটন ক্লাব (বিডি) ও মাল্টি গার্মেন্টের শ্রমিকরা গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের ছুটি দিয়ে দেওয়া হয়।

“পরে ওই সব কারখানার শ্রমিকরা ফিরে যাওয়ার সময় তাসনিয়া গার্মেন্টও ছুটি দেওয়ার জন্য দাবি জানায়। এক পর্যায়ে বহিরাগত শ্রমিকরা তাসনিয়া কারখানার ভেতরে ঢুকে দুটি বাস, তিনটি প্রাইভেটকার ও মাইক্রোবাস, কারখানার দরজা-জানালার কাচ ২৫-৩০টি কম্পিউটার ভাংচুর করে।”

শিল্প পুলিশ ও পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এ ঘটনার পর কারখানাটি মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।