মৌলভীবাজারে শ্যালিকাকে হত্যার অভিযোগ 

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে শ্যালিকাকে ছুরিকাঘাতে হত্যার পর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 09:49 AM
Updated : 23 May 2017, 09:54 AM

কুলাউড়া থানার এসআই সাব্বির আহমদ জানান, হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মনি বেগম (১৬) ওই এলাকার গ্রামের মছলু মিয়ার মেয়ে।

এ ঘটনায় মনির ভগ্নিপতি মো. সালাউদ্দীনকে (৩২) আটক করছে পুলিশ। তিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মো.আলাউদ্দীনের ছেলে।

আহতরা হলেন- সালাউদ্দীনের স্ত্রী রায়না ও তাদের ছয় মাস বয়সী ছেলে সন্তান মাছুম মিয়া।তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বিডিনিউজকে জানান, এক বছর আগে রায়নার সঙ্গে সালাউদ্দীনের দ্বিতীয় বিয়ে হয়।পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে রায়না তার বাবার বাড়ি চলে যান।

“সোমবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি গেলে রায়নার বাড়ির লোকজনের সঙ্গে সালাউদ্দীনের কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে শ্যালিকা মনিকে হত্যা করেন তিনি।

“পরে স্ত্রী ও সন্তানকে ছুরি দিয়ে জখম করে সালাউদ্দিন নিজে আত্মহত্যার চেষ্টা করেন।”

খবর পেয়ে স্থানীয়রা রায়না ও তার শিশু সন্তান মাসুমকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।

রায়নার মা রাবেয়া বেগম ও বড় ভাই মজিদ মিয়া জানান, ঘটনাটি কুলাউড়া থানায় জানালে পুলিশ গিয়ে সালাউদ্দীনকে আটক করে।

ঘটনাস্থল থেকে একটি ছুরি জব্দ করা হয়েছে বলে কুলাউড়া থানার এসআই সাব্বির জানান।