লক্ষ্মীপুরে সংঘর্ষের পর ভোট স্থগিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের বরখেরী ইউনিয়নে ভোট চলার সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 06:56 AM
Updated : 23 May 2017, 07:20 AM

নূরানি মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর ঘণ্টা দুই পর সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানান কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক হামলা চালিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় আরেকটি দলও হামলা করলে দুই পক্ষের সংঘর্ষ হয়।

“পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে। আর ভোটগ্রহণ স্থগিত করা হয়।”

এ সময় এখানে দায়িত্বরত পুলিশের এএসআই ইমাম হোসেনসহ রিয়াজ উদ্দিন নিজেও আহত হন বলে তিনি জানান।

এ হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

তবে সদস্য প্রার্থী জমির আলী ও বেলাল আহমেদ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

জমির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলালের লোকজন হামলা চালিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে।

“হামলায় বাধা দেওয়া তারা আমার ভাই জহিরসহ ১৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় স্থানীয়ভাবে।”

বেলাল আহমেদের অভিযোগ, জমির আলীর লোকজনই কেন্দ্র দখলের জন্য তাদের ওপরই এ হামলা চালিয়েছে।