কাশিয়ানীর স্কুলে ‘ডিজিটাল ক্যাম্পাস’ উদ্বোধন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মদনমোহন একাডেমিতে ‘ডিজিটাল ক্যাম্পাস’ চালু করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 05:17 AM
Updated : 23 May 2017, 05:18 AM

জেলার জ্যেষ্ঠ সাংবাদিক মনোজ সাহা উপস্থিত থেকে সোমবার এর উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল ক্যাম্পাস নামে যে সেবা চালু করা হয়েছে তাতে অভিভাবকরা ঘরে বসেই শিক্ষার্থীদের উপস্থিতি-অনুপস্থিতি, পরীক্ষার ফল, বেতন, ফি প্রভৃতি সব ধরনের তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন।

একাডেমির প্রধান শিক্ষক মো. জইন উদ্দিন বলেন, এই সেবার আওতায় ২৫০টি সেবা পাওয়া যাবে, যা কাজের গতি বাড়াবে।

“কাশিয়ানী উপজেলার মধ্যে আমরাই প্রথম ডিজিটাল ক্যাম্পাস চালু করেছি। এর মধ্য দিয়ে আমরা সময় বাঁচিয়ে স্কুলের শিক্ষাকার্যক্রম আরও ত্বরান্বিত করতে পারব।”

নেটিজেন আইটি লিমিটেড এই প্রোগ্রাম বাস্তবায়ন করছে বলে তিনি জানান।

তারইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, দক্ষিণ ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজবুন্নাহার, নেটিজেন আইটির প্রতিনিধি আজিজুর রহমানসহ অনেকে এ অনুষ্ঠানে বক্তব্য দেন।