২০ বছরের বেশি সাজা খাটলে মুক্তি দেওয়া যায়: রিয়াজুল

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ত্রিশ বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যারা ২০ বছরের বেশি সাজা খেটেছেন তাদের মুক্তি দেওয়া যেতে পারে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 10:29 AM
Updated : 22 May 2017, 10:29 AM

রোববার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, কোনো অপরাধী ২০ বছর সাজা খাটার পর তার মধ্যে অপরাধপ্রবণতা থাকার কথা নয়। তাদের মুক্ত জীবনে ফিরিয়ে দিয়ে নাগরিক অধিকার ও মানবাধিকার ভোগ করার সুযোগ দিতে হবে।

“এরপরও কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা যেতে পারে।”

তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন ১০ বছরের বেশি সময় ধরে বিচারাধীন হাজতিদের আইনগত সহয়তা দেবে । এ পর্যায়ে সিলেটে এমন চারজন হাজতিকে আইনগত সহায়তা দেওয়া হবে। 

এসব ক্ষেত্রে আদালত দণ্ডের সঙ্গে হাজতবাসের সময়টুকু সমন্বয় করে শস্তি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সাজা কমিয়ে মুক্তি দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মানবাধিকার কমিশনের এ চেয়ারম্যান।

এ সময় ডিআইজি প্রিজন ফজলুল হক, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া উপন্থিত ছিলেন।