চিকিৎসা সামগ্রী আত্মসাৎ: সাতক্ষীরা সদর হাসপাতালের স্টোর কিপার গ্রেপ্তার

সাত কোটি টাকার বেশি চিকিৎসা সামগ্রী আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা সদর হাসপাতালের স্টোর কিপার কেএম ফজলুল হককে গ্রেপ্তার করেছে দুদুক।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 02:03 PM
Updated : 21 May 2017, 04:05 PM

গ্রেপ্তার কেএম ফজুলল হক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাকুর গ্রামের আজিজুল হকের ছেলে।

রোববার তাকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে গ্রেপ্তার করা হয় বলে দুর্নীতি দমন কমিশন খুলনা শাখার উপ-পরিচালক মো. আবুল হোসেন জানান।

তিনি বলেন, ২০১৪ সালের ১৪ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে সাত কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৬৪৫ টাকার চিকিৎসা সামগ্রী জেলার সকল উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে বিতরণের জন্য নির্দেশ দেয় মন্ত্রণালয়।

 

“সে অনুযায়ী স্টোর কিপার কেএম ফজুলুল হক ওই মালামাল নিজে স্বাক্ষর করে বুঝে নেন। পরে ওইসব মালামাল আত্মসাৎ করেন তিনি।”

এ ঘটনায় দুদকের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মহাতাব উদ্দিন হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান আবুল হোসেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মদ জানান, ওই মামলায় বেলা ১১টার দিকে ফজলুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।