একই কলেজ পরীক্ষা ও ভোট কেন্দ্র

জয়পুরহাটের ক্ষেতলালের একটি কলেজে একই দিন ভোটগ্রহণ ও পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 01:37 PM
Updated : 21 May 2017, 01:37 PM

ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে আগামী ২৩ মে ভোটগ্রহণের কথা রয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজও। ওই একইদিন কলেজটিতে ডিগ্রি প্রথম বর্ষের একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে।

কলেজের অধ্যক্ষ মোস্তফা জামান বলেন, আগামী ২৩ মে কলেজে ডিগ্রি প্রথম বর্ষের ১৬০ জন শিক্ষার্থীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে। পরীক্ষার জন্য উপজেলা প্রশাসন থেকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরত্বের মধ্যে ১৪৪ ধারা জারি করা আছে।

বিষয়টি পরীক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি জানান।

তবে ভোটের দিন পরীক্ষা হওয়াতে উৎকন্ঠার মধ্যে আছেন বলে জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

তবে রিটার্নিং কর্মকর্তা জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “পরীক্ষা ও ভোট একইদিনে ওই কেন্দ্রে হলে কোনো সমস্যা হবে না।পরীক্ষার জন্য ওই কেন্দ্রের ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি আছে।”

ক্ষেতলাল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পরীক্ষা ও ভোটের কারণে সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ দেওয়া হবে।

পরীক্ষার বিষয়টি প্রশাসনের নজরে আছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান।