ফরিদপুরে ‘সাংবাদিক পেটানো’ ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় ছাত্রলীগ নেতা তন্ময়-উদ-দ্দৌলাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা কমিটি।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 11:15 AM
Updated : 21 May 2017, 11:15 AM

জেলা ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামিম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে শনিবার এ সুপারিশ করা হয়।

চিঠিতে বলা হয়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়-উদ-দ্দৌলা গত ১৭ মে নিজ উপজেলা আলফাডাঙ্গায় এক সাংবাদিককে প্রচণ্ড মারধর করেছেন। বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার করা হয়। ইতিপূর্বে তিনি দলীয় পরিচয়ে একাধিকবার এ ধরনের কর্মকাণ্ড করেন এবং এই বিষয়ে তাকে সর্তকও করা হয়।

চিঠিতে আরও বলা হয়, স্থানীয়ভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে তা উদ্বেগজনক, যা সম্পূর্ণ দলীয় শৃংখলার পরিপন্থি। তার এই কর্মকাণ্ডে ফরিদপুর জেলা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।

এই কারণেই দলীয় শৃংখলাভঙ্গের অপরাধে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

গত বুধবার (১৭ মে) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সদরের কলেজ রোডে সাংবাদিক মুজাহিদুল ইসলামকে মারধর করা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা করে।

মুজাহিদ অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি।

এই ঘটনায় আলফাডাঙ্গা থানায় মারধর ও টাকা ছিনতায়ের অভিযোগে মুজাহিদ বাদী হয়ে পরদিন মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা তন্ময়-উদ-দ্দৌলাসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করা হয়।