বিক্ষোভের পর গ্রেপ্তার সাতক্ষীরার ৪ বিএনপি নেতা

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পর সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 08:13 AM
Updated : 21 May 2017, 11:28 AM

পুলিশ বলছে, রোববার দুপুরে তাদেরকে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ বলেন, বেলা ১২টার দিকে নাশকতার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে শহরের কামালনগরে অভিযান চালানো হয়। সেখান থেকে তারিকুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

তারিকুল হাসান বিএনপি নেতা সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি আমানউল্লাহ আমান হত্যাসহ বিভিন্ন মামলার অভিযোগপত্রের আসামি বলে ওসি জানান।

সাতক্ষীরা পৌর বিএনপি সভাপতি হাবিবুর রহমান বলেন, “কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলের জন্য শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে আমরা মিছিল বের করি। পুলিশ আসার খবরে কিছুদূর যাওয়ার পর মিছিল থামিয়ে দিই।

“সেখান থেকে ফেরার পর পুলিশ আমাদের ধাওয়া করে এবং তারিকুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি।

শনিবার সকালে দুই ঘণ্টার এই তল্লাশি অভিযানে পুলিশ কিছু পায়নি।