পাবনায় পাটক্ষেতে মিলল নিখোঁজ চিকিৎসকের লাশ

পাবনায় বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ এক পশু চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি হত্যাকাণ্ডের শিকার বলে পুলিশের ধারণা।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 07:58 AM
Updated : 21 May 2017, 07:58 AM

সদর উপজেলায় চক রামানন্দপুর থেকে রোববার ইউসুফ আলী নামে ৪২ বছর বয়সী ওই চিকিৎসকের লাশ পুলিশ উদ্ধার করে বলে পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

ইউসুফ সদর উপজেলার মালঞ্চি গ্রামের আবু শেখের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রাজ্জাক বলেন, শনিবার বিকালে বাড়ি থেকে বের হন ইউসুফ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে তার বাড়ির লোকজন থানায় অভিযোগ করতেও আসেন।

“বেলা ১২টার দিকে চক রামানন্দপুর এলাকার একটি পাটক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

ওসি বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ” 

পূর্ব বিরোধের জেরে রাতের কোনো এক সময় ইউসুফকে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

তবে এ বিষয়ে জানতে চাইলে নিহতের বড় ছেলে আকাশ রহমান জানান, তার বাবার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না।

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।