নোয়াখালীতে আবদুল জলিল স্মারক দাবা টুর্নামেন্ট শুরু

নোয়াখালীতে প্রফেসর আবদুল জলিল স্মারক দাবা টুর্নামেন্ট ২০১৭ শুরু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 07:16 AM
Updated : 21 May 2017, 07:16 AM

জেলা সদরের মাইজদী মাস্টারপাড়ায় ‘একতা ক্রীড়া সংসদ’ কার্যালয়ে শনিবার টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ছয়টি গ্রুপে ছয়দিন ধরে এ টুর্নামেন্ট চলবে বলে জানান তারা।

সংগঠনের সহ-সভাপতি শাহাদাত হোসেন রুবেলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রসূন মজুমদার, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ইসমাইল, একতা কমিউনিটি পুলিশিং ও সামাজিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম আকবর ও কবি হাবীব ইমন উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান ও দাবা টুর্নামেন্ট পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি সঞ্জু কুমার দে ও আবদুল হালিম মিলন।

আবদুল জলিল নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধয়নকালীন কৃতি এই ক্রীড়বিদ ১৯৫৯-৬০ ও ১৯৬০-৬১ শিক্ষাবর্ষে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ থাকাকালে কুমিল্লা শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক নির্বাচিত হন।