ঠাকুরগাঁওয়ে নারী শ্রমিককে মারধর করে ‘ধর্ষণ’ চেষ্টা

ঠাকুরগাঁও সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে তুলে নিয়ে এক নারী শ্রমিককে মারধর করে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 03:10 PM
Updated : 20 May 2017, 03:10 PM

উপজেলার সালন্দর ইউনিয়নের ইক্ষু খামারে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে বলে অভিযোগ করেন খামারের ওই নারী শ্রমিক।

বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের চিকিৎসক রুকুনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংজ্ঞাহীন অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাতের চি‎হ্ন রয়েছে।

“তার জামা কাপড় ছেঁড়া দেখে মনে হচ্ছে হামলাকারীরা ধর্ষণের চেষ্টা করেছিল।”

ওই নারী শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদিন আগে খামারে কাজের সময় সহকর্মী সুমনের সঙ্গে ঝগড়া হয়। এ সময় আমার শাশুড়ি রোকেয়া বেগম বাঁধা দিলে সুমন ও তার লোকজন তাকে মারধর করে। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেই।

“এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে নালিশ করলে তিনি আইনের আশ্রয় নিতে বলেন। পরে আদালতের মাধ্যমে সুমনকে নোটিশ পাঠানো হয়।”

তিনি বলেন, “শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ দরজায় শব্দ হয়। শব্দ শুনে আমার স্বামী কাজ থেকে ফিরেছে মনে করে দরজা দরজা খুলতেই দেখি সুমন, মানিকসহ আরও দুইজন।

“তারা আমার মুখ চেপে ধরে সালন্দর ইক্ষু খামারে তুলে নিয়ে যায়। সেখানে তারা আমাকে মারধর ও ধর্ষণ চেষ্টা করে। পরে আমার চিৎকারে সুমনসহ বাকিরা পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান এ নারী।

এ বিষয়ে সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর হোসেন মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুমনসহ চারজন ওই নারীকে নির্যাতন করেছে এমন অভিযোগে পেয়েছি। এরপর আমি তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।”

সদর থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।