উত্তরবঙ্গ ট্রাক মালিক-শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা

সাত দফা দাবি আদায়ে রোববার থেকে দুদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিক-আপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। 

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 08:50 AM
Updated : 20 May 2017, 08:50 AM

এক সপ্তাহ আগে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের আহবায়ক আব্দুল মান্নান আকন্দ এ ঘোষণা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় কর্মসূচি অপরিবর্তি রয়েছে।

আব্দুল মান্নান আকন্দ সংবাদ সম্মেলনে বলেন, কাগজপত্র যাচাইয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশের হয়রানি, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ, নতুন ড্রাইভিং ও হ্যাভি লাইসেন্স প্রদানের শর্ত সহজকরণ, ২০১৭ সালের নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন জায়গায় স্থাপিত ওয়ে স্ক্যালের নামে চাঁদাবাজি বন্ধ এবং ট্রাক, ট্যাংকলরী, কভার্ডভ্যান ও পিক-আপ এর বাম্পার সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ প্রত্যাহার করতে হবে।

এ দাবিতে আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিক-আপ চলবে না বলে ঘোষণা দেন তিনি।

“আমাদের দাবি মানা না হলে আগামী রমজান ও ঈদ-উল-ফিতরের পরে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।”