পদ্মায় ডোবা কলেজছাত্রের খোঁজ মেলেনি

পদ্মায় নেমে ডুবে যাওয়ার একদিন পরও রাজশাহী কলেজের স্নাতকের ছাত্র মিনহাজ হোসেন বান্টির খোঁজ মেলেনি।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 07:57 AM
Updated : 20 May 2017, 09:41 AM

মিনহাজ (১৯) সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বগুড়ার লষ্করপাড়ার সাইফুল ইসলামের ছেলে।  

রাজশাহীর বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান জানান, শুক্রবার বিকালে মিনহাজ নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাতে একদফা তল্লাশি চালান।

রাতের বিরতির পর শনিবার সকালে আবার উদ্ধার তল্লাশি শুরু করে বলে জানান মিজানুর।

ছবি: গুলবার আলী জুয়েল

ছবি: গুলবার আলী জুয়েল

এসআই মিজানুর জানান, শুক্রবার বিকালে রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকায় পদ্মার চরে হাঁটু পানিতে হাঁটছিলেন মিনহাজ ও তার দুই বন্ধু সবুজ ও হাদি। এক পর্যায়ে মিনহাজ গভীর পানিতে পড়ে ডুবে যান।

“প্রথমে তারা স্থানীয় জেলেদের দিয়ে খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।”

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পচিালক নুরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় তারা খবর পেয়েছেন। ওই সময় তাদের ডুবুরি দল সিরাজগঞ্জে ছিল। রাত ১০টার দিকে তারা একঘণ্টা সেখানে তল্লাশি চালায়। কিন্তু রাত বেশি হওয়ার কারণে তল্লাশি স্থগিত করা হয়।

শনিবার সকাল ৮টা থেকে আবার উদ্ধার তল্লাশি শুরু করা হয় বলে জানান মিজানুর।