অস্ত্রসহ পাহাড়ে ছাত্রনেতা আটক

খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্রসহ পাহাড়ি ছাত্র পরিষদ নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 02:01 PM
Updated : 19 May 2017, 02:02 PM

শুক্রবার মহালছড়ি ভুয়াটেক গ্রামে এ অভিযান চালানো হয় বলে সেনাবাহিনীর মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. আবদুল্লাহ জুনায়েদ জানান।

আটক সুমন্ত চাকমা ভুয়াটেক গ্রামের তুফান চাকমার ছেলে ও পাহাড়ি ছাত্র পরিষদ জেলা কমিটির সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক।

কর্নেল আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, “এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে মেনন চাকমা ও সুমন্ত চাকমাকে দেশে তৈরি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, ১৩টি মোবাইল ফোন, দুটি হাত ঘড়িসহ আটক করা হয়।”

জিজ্ঞাসাবাদ শেষে মেনন চাকমাকে ছেড়ে দেওয়া হয়। সুমন্ত চাকমাকে মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে এক বিবৃতিতে সুমন্ত চাকমাকে আটকের প্রতিবাদ ও তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।