রাজশাহীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৭

রাজশাহীর চারঘাট উপজেলায় ‘মাদক সম্রাটসহ’ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 09:45 AM
Updated : 19 May 2017, 09:45 AM

চারঘাট মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, শুক্রবার সকাল ৭টার দিকে জোতরঘু মাদ্রাসা মোড় থেকে মাদক সম্রাট বলে পরিচিত আবুল কালাম মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

কালাম বাঘা উপজেলার হেলালপুরের আকসেদ মোল্লার ছেলে।

ওসি নিবারণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জোতরঘু মাদ্রাসা মোড়ে পুলিশ সাদা পোশাকে অবস্থান নিয়ে মোটরসাইকেলে আসা কালামকে আটক করে।

“তার শরীর তল্লাশি করে ১০০০ ইয়াবা ও ১৫ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে।”

কালামের বিরুদ্ধে চারঘাটসহ বিভন্ন থানায় মাদক মামলা রয়েছে জানিয়ে ওসি নিবারণ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত চারঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়।

তারা হলেন - রাজশাহী নগরের রাজপাড়া থানার কেশবপুর এলাকার আমিরুল ছেলে রবিউল ইসলাম (৫০), বড়াইগ্রামের আজাহারের ছেলে আব্দুল হান্নান (৩২), চৌমুহনীর হেদায়েতুল হকের ছেলে সাব্বাব হক ওরফে সাধু (৩০), পিরোজপুর গ্রামের হারাণের ছেলে আজমিরা (৩৫), লিটন আলী (২৬) ও পুঁঠিয়া থানার রবিউল।

শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি নিবারণ।