টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় আহত ৩ বন্ধু

গাজীপুরের টঙ্গীতে তিন বন্ধুকে কুপিয়ে নগদ টাকা ও তাদের মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 06:27 PM
Updated : 18 May 2017, 06:27 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কামারব্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে তাদের এক বন্ধু বললেও পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

আহতরা হলেন টঙ্গীর সাতাইশ এলাকার বাসিন্দা সরাফত আলীর ছেলে রানা (২৫), স্থানীয় নোয়াগাঁও এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে নাসির উদ্দিন (২০) ও টঙ্গীর কেরানীর টেক এলাকার বাসিন্দা আসাদ মিয়ার ছেলে সুমন (২২)।

তাদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের বন্ধু মো. সেলিম জানান, তিন বন্ধু রিকশাযোগে গাজীপুরা থেকে উত্তরা যাওয়ার পথে কামারপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে।

“পরে ধারালো অস্ত্রের তাদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাদের উপর হামলা চালায়।”

তিনি বলেন, এ সময় তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রে আঘাতে ওই তিনজন জখম হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুনুর রশীদ জানান, আহত সুমন এবং নাসির এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, খবর শুনে হাসাপাতালে আহতদের তথ্য জানতে পুলিশ পাঠানো হয়েছে।