গাজীপুরে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর সদরের বাঘেরবাজারে আগুনে একটি কারখানার রাসায়নিকের গুদামসহ পাশের একটি বাড়ি পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 01:39 PM
Updated : 18 May 2017, 03:39 PM

বৃহস্পতিবার বিকালে ‘ফরমুজা টেক্সটাইলের’ এ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, বেলা সোয়া ৩টার দিকে ফরমুজা টেক্সটাইল কারখানার রাসায়নিকের টিন শেডের গুদামে আগুন ধরে। এরপর আগুন ডায়িংয়ের কাজে রাখা বিভিন্ন ধরনের রাসায়নিকে ছড়িয়ে পড়ে।

“পরে রাসায়নিকের ড্রাম ও ছোট কন্টেইনারে বিস্ফোরণ হলে আগুন গুদামের পাশে একটি বাড়িতে ছড়িয়ে পড়ে।” 

জিহাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুরের শ্রীপুর স্টেশনের দুইটি এবং জয়দেবপুর স্টেশনের দুইটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে চার/পাঁচ জন সামন্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি।