সাংবাদিককে মারধরের প্রতিবাদ ঝালকাঠিতে

বনানীর হোটেল রেইট্রিতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনা নিয়ে লেখা একটি ‘ফেইসবুক পোস্টে লাইক দেওয়ায়’ সাংবাদিককে পেটানোর প্রতিবাদ করেছেন ঝালকাঠির সাংবাদিকরা।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 01:18 PM
Updated : 18 May 2017, 03:14 PM

বৃহস্পতিবার ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ ঝালকাঠি জেলা কমিটি এ ঘটনার প্রতিবাদ জানায়।

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুনের সমর্থকরা গত মঙ্গলবার কাঁঠালিয়ার স্থানীয় সাংবাদিক এইচএম বাদলকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

আহত সাংবাদিক বাদল বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, বনানীর হোটেল রেইট্রিতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ এবং হোটেল পরিচালক মাহির হারুণের বাবা ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুণকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বক্তাদের অভিযোগ, সামাজিক যোগযোগ মাধ্যমের ওই সংবাদে লাইক দেওয়ায় সাংবাদিক এইচএম বাদলকে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তার লোকজন গত মঙ্গলবার দুপুরে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।

সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ ঘটনার বিচার দাবিতে আগামী রোববার সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয়।

স্মারকলিপি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন সাংবাদিকরা।

মানববন্ধনে ঝালকাঠি জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংগঠনিক উপদেষ্টা পলাশ রায়, ডেইলি অবজারভার প্রতিনিধি ও দৈনিক অজানাবার্তা সম্পাদক এসএমএ রহমান কাজল, জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিউল ইসলাম সৈকত, টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম-আহবায়ক ও আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, জাগো নিউজের প্রতিনিধি আতিকুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি রতন আচার্য্য, বিএমএসএফ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।