মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, আহত৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে সাতজন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 12:50 PM
Updated : 18 May 2017, 12:50 PM

সিরাজদিখান থানার ওসি মো.ইয়ারদৌস হাসান জানান, বৃহস্পতিবার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা সুজন (২৮),মানিক (২০), মোহাম্মদ আলী (২৫) ও মজিবর মণ্ডল।

মানিক, মোহাম্মদ আলী ও মজিবরকে ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতাল এবং সুজনকে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইয়ারদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হাজী মোনতাজ ও মোক্তার হোসেনের দলের সঙ্গে প্রতিপক্ষ হাজী সামেদ আলী, কাশেম নেতা ও খালেক মাদবর দলের বিরোধ চলছিল।

“এ জেরে সকালে হাজী সামেদর অনুসারীরা মোনতাজকে ‘অপহরণের’ চেষ্টা চালায়। খবর পেয়ে মোনতাজের লোকজন তাদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে সাতজন আহত হন।”

ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বাড়তি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।