শেরপুরে শাহেদ হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরের নকলা উপজেলায় কৃষক শাহেদ আলীকে কুপিয়েহত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 11:57 AM
Updated : 18 May 2017, 01:12 PM

বৃহস্পতিবার শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নকলা উপজেলার ভূরদি নয়াপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে ফজু (৫৭) ওসালাম(৬৩)।

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ছয়মাস করে কারাদাণ্ড দেওয়া হয়েছে।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও চার আসামিকে আদালত খালাস দিয়েছে বলে অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠাণ্ডু জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৯ সালের ২০ মে দুপুরে ধান কাটার পাওনা ১০০ টাকা নিয়ে শাহেদ আলীর ছেলে সোহাগের সঙ্গে শ্রমিক ফজুর কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে আসামিরা দেশির অস্ত্র নিয়ে শাহেদ আলীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শাহেদ নিহত হন।”

পরে তার স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১০ সালের ২৩ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।