ছাতকে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক যুবকের প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত ২৫ জন।  

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 07:35 AM
Updated : 18 May 2017, 07:40 AM

জেলা পুলিশ সুপার মো.বরকত উল্লাহ খান জানান, জাউয়াবাজার এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষে আবু সাইদ (২৫) নিহত হন।  

সাইদ জাউয়াবাজার ইউনিয়নের হাবিবপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

আহতদের কৈতক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ সুপার বরকত বলেন, এককণ্ড জমি নিয়ে জাউয়াবাজার ইউনিয়নের সাহিত্যপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদের সঙ্গে হাবিবপুর গ্রামের আব্দুর কাহারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“এর জেরে সকালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটকাটি শুরু হয়। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের ২৬ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় সাইদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।