বঙ্গবন্ধু সাফারি পার্কে দুই জিরাফের মৃত্যু

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুইটি জিরাফের মৃত্যু হয়েছে। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 02:14 PM
Updated : 17 May 2017, 02:14 PM

বুধবার জিরাফ দুটির মৃত্যু হয় বলে সাফারি পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন জানিয়েছেন।

“মঙ্গলবার রাতে জিরাফ দুইটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়। বুধবার দুপুরে ওই চিকিৎসকরা পার্কে পৌঁছানোর আগেই সকালে তাদের মৃত্যু হয়।”

এ ঘটনার পর ‘কোর সাফারি পার্ক’ বন্ধ রাখা রয়েছে বলে জানান তিনি।

সাফারি পার্কের যে অংশে গাড়ি দিয়ে হিংস্র প্রাণী দেখার ব্যবস্থা রয়েছে তা ‘কোর সাফারি পার্ক’ নামে পরিচিত।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. সামসুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গিয়ে জিরাফ দুইটি মারা গেছে। আগে থেকেই তাদের রোগের কোনো লক্ষণ বুঝা যাচ্ছিল না।”

জিরাফের মৃত্যুর কারণ জানতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ব্যাক্টেরিয়াজনিত কোনো রোগে জিরাফ দুইটি মারা গেছে বলে ধারণা করছেন পার্কের প্রকল্প পরিচালক।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বর্তমানে ৮টি জিরাফ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।