ধর্ষণের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

ছাত্রী ধর্ষণের অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 05:44 PM
Updated : 16 May 2017, 05:44 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর এ কথা জানান।

বরখাস্ত মিনহাজ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রভাষক।

রেজিস্ট্রার হুমায়ুন বলেন, গত ২ মে মিনহাজের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ করেন উপাচার্যের কাছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিনই অধ্যাপক এএমএম শামসুর রহমানকে প্রধান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে ১১ মে তদন্ত কমিটির পক্ষ থেকেই ওই কমিটিকে পুনর্গঠনের সুপারিশ করা হয়।

“আমরা মিনহাজ উদ্দিনের সাময়িক বরখাস্তের চিঠি পাঠিয়েছি। তদন্ত কমিটি পুনর্গঠনেরও কাজ চলছে।”

মিনহাজ গত ৮ মে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং বর্তমানে ময়মনসিংহ কারাগারে রয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা।