ভোট চলছে সৈয়দপুরে

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট চলছে নীলফামারীর সৈয়দপুরে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 05:47 AM
Updated : 16 May 2017, 05:48 AM

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

এ বছর ১ মার্চ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ক্যান্সার-আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।

উপজেলার মোট ৭১টি কেন্দ্রে একযোগে ভোট চলছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা জিলহাজ বলেন, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৫০৭ জন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় চলছে কড়াকড়ি।

রিটার্নিং কর্মকর্তা জিলহাজ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় কেন্দ্রগুলোয় পুলিশ ও আনসারের পাশাপাশি র‌্যাব ও চার প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া নয়জন ম্যাজিসেট্রটের নেতৃত্বে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।