শেরপুরে ভারতীয় নাগরিক উদ্ধার, আটক ১

মুক্তিপণ দাবিতে অপহৃত ভারতীয় নাগরিককে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 03:35 AM
Updated : 16 May 2017, 04:55 AM

ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার আহাম্মদ নগর এলাকায় এ অভিযান চালানো হয়।

ভারতীয় নাগরিক দাবেজ সিয়ান লিয়া (১৭) মেঘালয় রাজ্যের নংউইং জেলার মইরাং এলাকার রেজো ডেফাই মাথের ছেলে।

আটক আলামিন আলম (৩০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভালুয়াকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ওসি রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সীমান্তের কাছে ভারতের সুনামগঞ্জ থেকে সিয়ানকে অপহরণ করেন আলম ও তার এক সহযোগী।

“ভারতীয় পুলিশের কাছে খবর পেয়ে আহাম্মদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধারসহ আলমকে আটক করা হয়। অপহরণকারীরা ৬০ লাখ ভারতীয় রুপি মুক্তিপণ দাবি করেছিল।”

আলমের সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি রহমান।