হবিগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচঙ্গে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 02:53 PM
Updated : 15 May 2017, 02:54 PM

সোমবার বিকালে উপজেলারবাগজুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক।

আহতদের মধ্যে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বাগজুর গ্রামের লকুজ মিয়ার ছেলে আরিফ ও কদ্দুছ মিয়ার ছেলে রাজিব একই গ্রামের আব্দুর রশিদের গাছ থেকে আম পাড়ছিল। এসময় রশিদের ছেলে আল আমিনের সঙ্গে তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।

“এর জেরে বিকাল সাড়ে ৫টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে টেঁটা, ফিকল, রামদাসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে বলে জানান ওসি।