গুরুদাসপুরের মেয়র গ্রেপ্তার

পুলিশের উপর হামলা মামলায় নাটোরের গুরুদাসপুরের মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 12:02 PM
Updated : 15 May 2017, 12:03 PM

সোমবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মোহম্মদ সাইদুজ্জামান।

নেওয়াজ আলী গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারের পর সোমবার বিকালে গুরুদাসপুর আমলী আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।

মামলার বাদী এসআই সাইদুজ্জামান জানান, গত ১১ মে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভা শুরুর সময় মেয়র ও তার সমর্থকরা মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়।

“এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর হামলা করলে উপ-পরিদর্শক মোহম্মদ সাইদুজ্জামান, সাইফুল ইসলাম ও তিন কনস্টেবলসহ অন্তত আটজন আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।”

এ ঘটনায় পরদিন মেয়রসহ ৬৭ জন নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি মামলা করেন বলে জানান তিনি।

এসআই সাইফুজ্জামান বলেন, মামলা পর থেকেই মেয়রসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। গোপন খবরে সোমবার সকালে ঢাকার শাহাবাগ এলাকা থেকে মেয়রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যরা হলেন মোহম্মদ বাবু, বক্স সোনার, আমিরুল সোনার।