খুলনায় ‘হাতুড়ি পেটায়’ স্কুলছাত্র নিহত

খুলনা নগরীতে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহপাঠীর বিরুদ্ধে। 

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 11:54 AM
Updated : 15 May 2017, 01:26 PM

খুলনা সদর থানার ওসি এমএম মিজানুর রহমান জানান, গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে ১৩ বছর বয়সী হাসানের মৃত্যুর পর তার সহপাঠী আদনানকে আটক করে পুলিশ।  

খুলনা নগরীরর গগণবাবু রোড এলাকার অহিদুল শেখের ছেলে হাসান স্থানীয় ইউসেপ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

আটক আদনানন গরীর ট্যাংক রোডের মো. আছাদের ছেলে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মিজানুর বলেন, রোববার দুপুরে স্কুল থেকে একসঙ্গে বাড়ি ফেরার পথে হাসান ও আদনানের মধ্যে কথা কাটাকাটি হয়।

“গ্লাক্সো মোড়ে পৌঁছানোর পর পাশের একটি কারখানা থেকে হাতুড়ি নিয়ে আদনান মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় হাসান। ”    

ওসি জানান, স্থানীয়রা গুরুতর অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

“সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, হাসানের মৃত্যুর পর আদনানকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় হাসানের মা হাসিনা বেগম বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।