মাগুরায় ঝড়ে নারীর মৃত্যু

মাগুরায় ঝড়ে ঘরচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 11:32 AM
Updated : 15 May 2017, 11:37 AM

সোমবার সকালে সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে বেশ কিছু কাচা ঘরবাড়ি ভেঙে এবং গাছপালা উপড়ে গেছে বলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন।

নিহত সাজেদা খানম (৩০)শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নআমলসারগ্রামের সৈয়দ আলীর মেয়ে।

আমলসার ইউপির চেয়ারম্যান সিবানন্দ বিশ্বাস বলেন, ঝড়ের কাচা ঘর ধসে তার নিচে চাপা পড়ে সাজেদার মৃত্যু হয়।

তাছাড়া ঝড়ে আমলসার ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক গাছ-পালা, বাড়িঘর বিধস্ত হয়েছে বলে জানান তিনি।

সদর উপজেলার কুছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা জানান, সকালে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝড়ে ইউনিয়নের লক্ষ্মীকান্দর, বেলনগর ও পারন্দুয়ালী গ্রামের দুই শতাধিক গাছ, অর্ধশতাধিক কাচা ও সেমি পাকা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

গাছ ভেঙে পড়ে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।

কছুন্দি এলাকার আল-আমিন টেকনিক্যাল অ্যান্ডবিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আলী হোসেন জানান, ঝড়ে তার শিক্ষা প্রতিষ্ঠানের চাল উড়িয়ে নিয়ে গেছে। আাশপাশের বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষতি হয়েছে।