বগুড়ায় ‘গোপন বৈঠক’, জামায়াত-শিবিরের ৫ কর্মী আটক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ‘গোপন বৈঠকের’ সময় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 07:36 AM
Updated : 15 May 2017, 07:53 AM

নন্দীগ্রাম থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কাথম গ্রামের রহিম উদ্দিনের বাড়ি থেকে সোমবার ভোরে তাদের আটক করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন কাথম গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার (১৯), আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মোমিন (১৮), বনিজ উদ্দিনের ছেলে হাসান আলী (২৮), ময়েজ উদ্দিনের ছেলে রহিম উদ্দিন (৬০) ও নাটোরের সিংড়া উপজেলার সিলিমপুর গ্রামের হযরত আলীর ছেলে ফারুক হোসেন (৩০)।

এদের মধ্যে ফারুক ও রহিম জামায়াতের কর্মী বলে পুলিশ জানায়।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রাজ্জাক বলেন, “জামায়াত ও শিবির কর্মীরা রহিম উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে তিনটি চাঁদার রশিদ ও দুইটি জিহাদি বই উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।