আতিয়া মহল: পুলিশ ব্যুরোর তদন্ত শুরু

সিলেটের দক্ষিণ সুরমায় শিববাড়ীর জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানকালে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 06:58 AM
Updated : 15 May 2017, 06:59 AM

ব্যুরোর বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক জানান, সোমবার সকালে তদন্ত দলের সদস্যরা আতিয়া মহল পরিদর্শন করেছেন।

গত ২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহল সংলগ্ন পাঠানপাড়া দাখিল মাদ্রাসার কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ সাতজন মারা যান। এ ঘটনায় আহত হয় আরও অর্ধশত মানুষ।

এরপর ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত সেখানে ‘অপারেশন টুয়াইলাইট’ পরিচালনা করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো।

এসব ঘটনায় মোগলাবাজার থানার পুলিশ দুটি মামলা দায়ের করে।

ব্যুরোর পুলিশ সুপার রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে মামলা দুটি তদন্ত করে মহানগর পুলিশ। ৯ মে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলা দুটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ব্যুরোকে।

“শনিবার মামলার আলামত ও ডকেট গ্রহণ করে কাজ শুরু করে ব্যুরো।”

তদন্তকাজ দ্রুত শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “দেশে জঙ্গিবাদের মূলোৎপাটন করতেই তদন্তকাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।”