দিনাজপুরে স্ত্রী হত্যায় এক ব্যক্তির যাবজ্জীবন

দিনাজপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 02:44 PM
Updated : 14 May 2017, 02:46 PM

রোববার বিকালে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ বিচারক মো. আয়েজ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আফিরউদ্দিন বিরল উপজেলার মুসিহাড়ি খারিপাড়া গ্রামের মৃত. নমির মোহাম্মদের ছেলে।

একইসঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী হাসান ইমাম নয়ন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, একই গ্রামের রইসউদ্দিনের মেয়ে বুলবুলি বেগমের সঙ্গে বিয়ে হয় আফিরউদ্দিনের।বিয়ের পর থেকেই বাবার কাছ থেকে যৌতুক হিসেবে জমি লিখে নেওয়ার জন্য প্রায় বুলবুলিকে নির্যাতন করতেন তিনি।

“এর জেরে ২০০৯ সালের ৬ জুন রাতে স্ত্রীকে মারধর করে রক্তাক্ত জখম করে আফিরউদ্দিন। আহত অবস্থায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

এই ঘটনায় নিহতের ছোট ভাই ইউসুফ আলী বাদী হয়ে একটি মামলা করেন।