বিএনপি-জামায়াত মুদ্রার এপিঠ ওপিঠ: কাদের

বিএনপি-জামায়াত একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 02:40 PM
Updated : 14 May 2017, 03:02 PM

রোববার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইমামগঞ্জ-ঢাকা সড়কের পূর্ব ব্রজের হাটিসহ ২১টি সেতু নির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য আদর্শিক নয় বলে জানান।

তিনি বলেন, “জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য আদর্শিক নয়। অগণতান্ত্রিক সরকার হটাতে এ ঐক্য রাজনৈতিক।”

 

বিএনপির মহাসচিবের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিকালে সড়ক ও সেতু মন্ত্রী কাদের বলেন, “মির্জা ফখরুলের এই বক্তব্য শুনে মনে হয় জিয়া কবরে শুয়ে ছটফট করছেন। কারণ বিএনপি আর জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

“জামায়াত হলো বিএনপির বি-টিম। জামায়াত ছাড়া এ বিএনপির কোনো অস্তিত্ব নেই।”

সেতুর নির্মাণ কাজের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সিরাজদিখান-টঙ্গীবাড়ী (সার্কেল) এএসপি কাজী মাকসুদা লীমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।