জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের ফল প্রকাশ হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 12:11 PM
Updated : 14 May 2017, 12:12 PM

রোববার প্রকাশিত এ ফলে পাশের হার ৮১ দশমিক ০৮।

এ পরীক্ষায় এক লাখ ১৯ হাজার ৩২৭ পরীক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছেন ৯৮ হাজার ১২৪ জন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় চলে যাওয়া সাতটি কলেজের ১৫ হাজারের মত পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হয়নি বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় চলে যাওয়ার আগে ওই কলেজগুলোর পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন। তবে তারা ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশ নেননি।

“এতে করে তাদের ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশও করা হয়নি।”

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ফল প্রকাশ করবে কি না; করলে কবে প্রকাশ করবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ফল যেকোনো মোবাইল থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং  www.nubd.info থেকে জানা যাবে।