হেফাজতের মামলায় রাব্বিকে আদালতে তলব

ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে হেফাজতে ইসলামের মামলায় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিকে তলব করেছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 11:48 AM
Updated : 14 May 2017, 11:48 AM

হেফাজতে ইসলামীর জেলা সমন্বয়ক ফেরদাউসুর রহমানের মামলায় রোববার নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

আগামী ২৫ মে মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে বলে আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন জানান।

তাছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ হাসান উপস্থিত হয়ে তদন্তের ব্যাখা দেন।

গত ১৯ এপ্রিল শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে রফিউর রাব্বী বক্তব্য রাখেন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে রাব্বির বিরুদ্ধে আদালতে মামলা করেন হেফাজত নেতা ফেরদাউসুর।

অভিযোগ আমলে নিয়ে গত ৭ মে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয় আদালত। মামলার তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিল করলে শুনানি শেষে ১৪ মে পুনরায় শুনানির তারিখ রাখে আদালত।

একইসঙ্গে আদালত ওই দিন মামলার তদন্ত কর্মকর্তাকে সশরীরে উপস্থিত থেকে ব্যাখা দিতে বলা হয়।