ফেনীতে ইয়াবাসহ দুই যুবক আটক

ফেনীতে সদর উপজেলায় ৩৫ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 03:49 AM
Updated : 14 May 2017, 04:27 AM

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকা থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।

এরা হলেন- রাজশাহী জেলার চারঘাট থানার টাংগন গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রোকন সরদার (২৫) ও পুঠিয়া থানার বানেশ্বর বাজারের মো. রাব্বুল আলীর ছেলে মো. আসাদুল ইসলাম আসাদ (২৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র‌্যাব কর্মকর্তা শাফায়াত জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করে র‌্যাব।

‘এ সময় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় চট্টগ্রাম থেকে রাজশাহীমুখী একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে থামার সংকেত দেয়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে।

“পরে বাইকে তল্লাশি চালানো হলে তেলের ট্যাংকির ভেতর থেকে একটি এয়ারটাইট পলিব্যাগে মোড়ানো অবস্থায় ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।