অপারেশন সান ডেভিল: ‘জঙ্গি’ সুমাইয়াসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় হতাহত ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আত্মসমর্পণকারী সুমাইয়াসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 03:19 PM
Updated : 13 May 2017, 03:27 PM

শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয় বলে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান।

গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামের এক জঙ্গি আস্তানা বুধবার রাত ৩টার দিকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন সকালে শুরু করা পুলিশের অপারেশন ‘সান ডেভিল’ শুক্রবার দুপুরে সমাপ্ত হয়।

বৃহস্পতিবার সকালে এই অভিযানে বাড়ির মালিক সাজ্জাদ হোসেন, তার স্ত্রী বেলী, তাদের ছেলে আলামিন, মেয়ে কারিমা ও আশরাফুল ইসলাম নিহত হন। তারা সবাই জেএমবির সদস্য বলে পুলিশের ভাষ্য।

জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মতিন নামে এক ফায়ার সার্ভিস কর্মী। অভিযানের শুরুর দিকে সাজ্জাদের আরেক মেয়ে সুমাইয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

ওসি হিপজুর বলেন, গোদাগাড়ী থানার এসআই নাঈমুল হক দায়ের মামলায় ফায়ারম্যান আব্দুল মতিনকে হত্যা, পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা, অস্ত্র, বিস্ফোরক ও জিহাদি বই রাখার অভিযোগ আনা হয়েছে।

“এতে আত্মসমর্পণকারী সুমাইয়া ও নিহত পাঁচ জঙ্গিসহ মোট ১৫ জঙ্গিকে আসামি করা হয়েছে।”

‘জঙ্গি’ সুমাইয়ার ছেলে জুবায়েরকে চাচার জিম্মায় ও তিন মাসের মেয়েকে মায়ের সঙ্গে রাখা হয়েছে। রোববার সুমাইয়াকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।