রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 04:02 AM
Updated : 13 May 2017, 06:19 AM

র‌্যাব-৮-এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইসউদ্দিন জানান, উপজেলার রাখালগাছি চর এলাকায় শনিবার ভোরের দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ি গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে লালন ও পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের শফি মুন্সীর ছেলে বাপ্পী।

র‌্যাব কর্মকর্তা রইসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাখালগাছি চর এলাকায় চরমপন্থী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্যরা গোপন বৈঠক করছিল।

“গোপনে খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে গেলে চরমপন্থীরা গুলি করে। র‌্যাব তাদের প্রতিরোধে ১৫৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে সেখান থেকে দুইজনকে মৃত পাওয়া যায়।”

ঘটনাস্থল থেকে ৬০ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি একে২২ রাইফেল, দুটি শাটারগান, একটি রামদা ও একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও তিনি জানান।