গাজীপুরে স্ত্রী ‘হত্যায়’ স্বামী গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2017, 08:01 PM
Updated : 12 May 2017, 08:01 PM
শুক্রবার বিকালে ঘরের তালা ভেঙে মোসা. শামীমা আক্তারের (৩০) লাশ উদ্ধার এবং পরে ঢাকা থেকে স্বামী হাবিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে কাপাসিয়া থানার এসআই মনিরুজ্জামান জানান।

হাবিবুর কাপাসিয়ার একটি গ্রিল ওয়ার্কশপের শ্রমিক। উপজেলার সাফাইশ্রী এলাকার বাসিন্দা তিনি, পরিবার নিয়ে পাশের জুনিয়া আদালতপাড়া এলাকা একটি বাড়িতে ভাড়া থাকতেন।

এসআই মনিরুজ্জামান জানান, নিহত শামীমা শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আহমদ আলীর মেয়ে। ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই শিশুকন্যা মাইশা (১০) ও লামিয়াকে (৭) বৃহস্পতিবার তাদের নানা বাড়িতে রেখে আসেন হাবিবুর।

পরদিন শুক্রবার দুপুর ১২টার দিকে হাবিবুর মোবাইলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলে নিহতের ভাই খালিদ হোসেনকে তাদের বাসায় যেতে বলেন।

“খালিদ তাদের বাসায় গিয়ে শামীমার ঘর তালাবন্ধ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বিকালে ঘরের তালা ভেঙে শামীমার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।”

পরে কৌশলে হাবিবুরকে ঢাকার দনিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে এসআই জানান।