প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে নাটোরের সিংড়ায় এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2017, 03:23 PM
Updated : 12 May 2017, 03:23 PM

সিংড়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, সিংড়া উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে তথ্য-প্রযুক্তি আইনের মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আবু হেনা রনি আবু হেনা রনি সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহরের আব্দুল লতিফের ছেলে। দিতি ভারতীয় চ্যানেল জি বাংলার কমেডি শো ‘মীরাক্কেল’- ৬ চ্যাম্পিয়ন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৬ মে রাতে আবু হেনা রনি প্রধানমন্ত্রীর একটি ছবিকে ব্যঙ্গ করে বেশ কয়েকটি স্ট্যাটাস দেন। পরে রনি স্ট্যাটাসটি মুছে ফেলেন।

ওসি মামুন বলেন, “তদন্ত সাপেক্ষে রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তাকে পাওয়া যায়নি।”

আবু হেনা শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমি মাননীয় প্রধানমন্ত্রীর কোন বিষয় নিয়ে স্ট্যাটাস দেইনি। জলাবদ্ধতার কারণে এক মোটরসাইকেল আরোহীর ম্যানহলে পড়ে যাওয়ার একটি ছবি দিয়ে কবিতা লিখেছিলাম। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কোন ছবি ছিল না। এই নিয়ে কেউ কেউ বিরুপ মন্তব্য করতে শুরু করলে তা মুছে ফেলি।”

তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মামলাটি করা হয়ে থাকতে পারে বলে জানান রনি।