আশুলিয়ায় কুয়ায় যুবকের গলাকাটা লাশ

ঢাকার আশুলিয়ার একটি বাগানবাড়ির পরিত্যক্ত কুয়া থেকে দুই দিন ধরে নিখোঁজ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2017, 11:12 AM
Updated : 12 May 2017, 12:35 PM

আশুলিয়া থানার এসআই জয়ন্ত মজুমদার জানান, শুক্রবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকার মতিন মিয়ার বাগানবাড়ির কুয়া থেকে ফারুক হোসেনের (৩০) লাশটি উদ্ধার করা হয়।

ফারুক গাজীরচট এলাকার প্রয়াত মোস্তাফা কামালের ছেলে এবং ওই বাগানবাড়ির কেয়ারটেকার ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

এসআই জয়ন্ত বলেন, স্থানীয়রা পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে বাগানবাড়ির পরিত্যক্ত কুয়া থেকে ফারুকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

“দুই দিন ধরে নিখোঁজ ফারুককে জবাই করে হত্যার পর লাশটি কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল।”

হত্যায় জড়িত সন্দেহে বাগানবাড়ির কেয়ারটেকার ইয়াসিন, রকি, আলামিনসহ চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।

ফারুকের স্ত্রী মনিরা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার থেকে আমার স্বামী নিখোঁজ ছিল। সহকর্মী রকি ও ইয়াছিনের প্রায়ই ফারুকের ঝগড়া হতো। তারাই তাকে হত্যা করেছে।”

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মনিরা।